Urvashi Rautela: বর্জু-আল-আরবে পারফর্ম করতে গিয়ে পোশাক নিয়ে প্রতারণা, অভিনেত্রীর সঙ্গে যা ঘটল দেখুন ভিডিও

পোশাক নিয়ে মাঝেমধ্যেই অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় অভিনেত্রীদের। তবে দক্ষতার সাথে সেসব পরিস্থিতি সামলে নেন তারা। সম্প্রতি সেরকমই একটি ঘটনা ঘটেছিল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল ঊর্বশী রাউতেলার(Urvashi Rautela) সাথে। কিছুদিন আগেই তিনি ‘ইন্ডিয়াজ প্রাইড’এ সবথেকে শক্তিশালী মহিলা হিসেবে মনোনীত হয়েছেন।
সেই পুরস্কার নিতে তিনি হাজির হয়েছিলেন দুবাইতে। ভারতের একমাত্র মহিলা অভিনেত্রী হিসেবে এই সুযোগ পেয়েছেন তিনি। আর পারফর্ম করেছেন সাততারা হোটেল ‘বুর্জ আল আরব’এর টপ ফ্লোরে। যেখানে তার সামনে ছিলেন পঞ্চাশ হাজার দর্শক। এই মঞ্চেই ঘটে যায় পোশাক বিভ্রাট। বিভিন্ন সময় বিভিন্ন রকমের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। সেদিন তিনি পরেছিলেন একটি সাদা-সবুজ রঙের অফ শোল্ডার গাউন।
যার ওপরে ছিল দামী পাথরের কাজ করা। মঞ্চে ওঠার পর থেকেই তাকে দেখা যাচ্ছিলো বারবার নিজের পোশাকটিকে ঠিক করতে। আরেকটু হলেই এই পোশাক খুলে যাচ্ছিলো পঞ্চাশ হাজার দর্শকের সামনে। তবে তিনি এই অস্বস্তিকর পরিস্থিতি যেভাবে সামাল দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তাইতো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তার প্রশংসা করেছেন নেটিজেনরা।
সকলের মুখে একটাই কথা দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়ে এই অবস্থা সামাল দিয়েছেন তিনি। অন্যদিকে তার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দৃশ্য ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও। রিল ভিডিওর আকারে সেইসব দৃশ্য ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে দেখা গিয়েছে পুরস্কার হাতে হাসিমুখে গাড়িতে উঠছেন এই অভিনেত্রী। আর ক্যাপশনে ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে।