বিনোদন

খোলা চুল, গলা ভর্তি গয়না, হাতে ফুলের ডালি, হলুদ শাড়িতে ভাইরাল ভুতু

তাকে সকলেই ভুতু নামেই চেনে। এক সময় জি বাংলার ধারাবাহিকে ছোট্ট ভুতের মিষ্টি কারসাজিতে মেতে থাকত সকলেই। ভুতু এই নামটা মানেই বোঝার অপেক্ষা রাখেন না এখানে কথা হচ্ছে আর্শিয়া মুখার্জীকে নিয়ে। এখন সেই ছোট্ট আর্শিয়া কিন্ত অনেক বড় হয়ে গেছে। ছোট্ট আর্শিয়া শাড়ি পরে এবার জ্যন্ত সরস্বতী হয়ে হাজির হয়েছিল।

খোলা চুল, গলা ভর্তি গয়না, হাতে ফুলের ডালি, হলুদ শাড়িতে ভাইরাল ভুতু

ভুতু এই ধারাবাহিকে মূল চরিত্র কিন্ত ছিল আর্শিয়া। একরত্তি আর্শিয়া কিন্ত মাতিয়ে রেখেছিল এই ধারাবাহিককে।

খোলা চুল, গলা ভর্তি গয়না, হাতে ফুলের ডালি, হলুদ শাড়িতে ভাইরাল ভুতু

রাত ৯টা বাজলেই দর্শকরা অপেক্ষা করত ছোট্ট ভুতুর দুষ্টুমি দেখার জন্য। যদিও ভুতু শেষ হয়েছে অনেকদিন। এখনও বড়ও হয়ে গিয়েছে সে।

খোলা চুল, গলা ভর্তি গয়না, হাতে ফুলের ডালি, হলুদ শাড়িতে ভাইরাল ভুতু

কিছুদিন আগেই ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোয় শাড়ি পরেছিল আর্শিয়া। হলুদ আর সবুজ রঙের শাড়ির সাথে গোলাপি ব্লাউজ হাল্কা গয়না খোলা চুলে হাজির হয়েছিল ভুতু। তার হাতে ছিল এক থালাতে হলুদ গাঁদা আর আর এক হাতে বই। ছবি পোস্ট করে ক্যপশানে লেখে এই ‘সরস্বতী পুজো ২০২১’।

খোলা চুল, গলা ভর্তি গয়না, হাতে ফুলের ডালি, হলুদ শাড়িতে ভাইরাল ভুতু

ছবি পোস্ট হতে দেরী মুহূর্তে ভাইরাল তার ছবি। অন্যদিকে কিন্ত শোনা যাচ্ছে শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে আর্শিয়াকে।

সম্প্রতি ভুতুর রিল মা অর্থাৎ মিমির বিয়েতে মিমি আর ওমের সাথে ছবি তুলে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিল ভুতু।

Related Articles