বিনোদন

কেন রণবীরের প্রেমে পরেন নি অনুষ্কা? এত দিনে ফাঁস করলেন অভিনেত্রীর মনের কথা

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সিনেমার নায়িকা ছিলেন আনুশকা শর্মা। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে হয়েছিল বিপুল আলোচনা। সেই ছবিও বক্স অফিসে পেয়েছিল সাফল্য। তবে তাদের প্রেমের গুঞ্জন পুরোটাই রটনা বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা।

একবার সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই সিমি তাকে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। উত্তরে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, কেন রণবীরের সঙ্গে প্রেম হয়নি তার।

আনুশকা বলেন, ‘আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দুজনের জীবনবোধ ভীষণই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী আর আমি তো সম্পূর্ণ বিপরীত। ও খুবই একজন আকর্ষণীয় পুরুষ। তবে এমন কারো সঙ্গে সম্পর্কে জড়াতে হলে তাকে শান্ত করার কৌশল জানতে হবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একদমই তৈরি নই।’

এই মুহূর্তে রণবীর এবং আনুশকা দুজনেই নিজেদের সংসারে সুখী। আনুশকা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। আর অন্য দিকে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে আনন্দে সংসার করছেন রণবীরও। দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত।

মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। আগামী দিনে আনুশকাকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে।

প্রসঙ্গত, রণবীর-আনুশকা জুটিকে দেখা গিয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস ভিকি বহেল’, ‘দিল ধাড়কানে দো’ ছবিগুলোতে। এই জুটির তিনটি ছবিই দর্শকমহলে পেয়েছিল বেশ জনপ্রিয়তা।

Related Articles