লাইফ স্টাইল

লটারির এই বিশেষ নম্বর বেছে নিলেই হতে পারবেন কোটিপতি, জেনেনিন লটারি জেতার অভিনব কায়দা

সহজে বড়লোক হবার উপায় মানেই লটারি টিকিট। বর্তমানে জিনিসপত্রের চড়া দামে মধ্যবিত্তদের সংসার চালাতে গিয়ে প্রায় নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাজার থেকে শুরু করে পড়াশোনা সর্বক্ষেত্রে লাগছে মোটা টাকার অংক। সাধারণ মানুষ যেভাবে উপার্জন করছে, সেই উপার্জন করার টাকাও যেন ফিকে পড়ে যাচ্ছে খরচের সামনে। তাই চটজলদি উপার্জনের উপায় হিসেবে বহু সংখ্যক মানুষ বেছে নিয়েছেন লটারিকে।

একদম অল্প টাকাতেই লটারি কিনে হয়ে যায় বাজিমাত। যদিও সবার ভাগ্যে এই সুযোগ থাকে না। একবার ব্যর্থ হওয়ার পরেও বারংবার বহু মানুষ চেষ্টা করতে থাকেন। অনেকের ক্ষেত্রে আবার এই লটারির টিকিট কাটা নেশার মতো হয়ে দাঁড়ায়। এই নেশা অনেককে বড়লোক বানালেও, বহু মানুষকে একটানে গরিব বানাতেও পিছপা হয় না। অনেকের মুখে শোনা যায়, লটারি হল ভাগ্যের খেলা। যার ভাগ্য ভালো তারাই নাকি লটারিতে এক ধাক্কায় মোটা টাকা লাভ করতে পারে। যদিও চারিপাশে অনেক তথ্য প্রচারিত হয় যেটি দাবি করে যে, তাদের টিপস মেনে লটারি কাটলে অর্থ লাভ হবেই হবে। তার বেশিরভাগই সব ভূয়ো।

লটারি টিকিট কাটার আগে অবশ্যই মানতে হবে বেশ কিছু ট্রিকস্ – যা বলব এই প্রতিবেদনে।
•সবসময় আপনার শুভ দিনটি তে লটারি কাটা ভালো।
•আপনি অনভিজ্ঞ হলেও এমন কিছু অভিজ্ঞ ব্যক্তি আছে যাদের হাতে লটারি বাঁধবেই। এমন কোন ব্যক্তির হাত দিয়ে লটারি কাটা লাভজনক।
•নম্বরের ক্ষেত্রে একটু বিবেচনা করে তারপর লটারি কাটা দরকার। আপনার পছন্দের নম্বরগুলির টিকিট কাটায ফলদায়ক হবে।

কিন্তু সর্বদাই মনে রাখতে হবে যে, দরকারের টাকা খরচ করে টিকিট কাটা কিন্তু ক্ষতিকর। তাই একটি লিমিট রেখেই লটারির টিকিট কাটা উচিত।

Related Articles