
এবার মাত্র ১ লক্ষ টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন দুর্দান্ত একটি চারচাকা গাড়ি। বর্তমান সময়ে যদি আমরা সস্তায় ভালো গাড়ির কথা বলি তাহলে প্রথমেই নাম আসে ‘Maruti Suzuki’র। মধ্যবিত্ত মানুষদের নাগালের মধ্যেই রয়েছে এই সংস্থার গাড়িগুলি। ফলে সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। আজ আমরা এই সংস্থার একটি গাড়ির সম্পর্কে আলোচনা করবো, যেটি আপনি ভীষণই কমদামে বাড়ি নিয়ে আসতে পারবেন
‘Maruti Suzuki Swift’, দীর্ঘদিন ধরে এই গাড়িটি দেশের সবথেকে বেশি বিক্রিত গাড়ির মধ্যে দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। বর্তমানে এই গাড়িটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ৯ লক্ষ টাকা। তবে এতোগুলো টাকা যদি আপনার কাছে না থাকে তাহলেও চিন্তা নেই। কারণ, ভীষণই কমদামে সেটি আপনি কিনতে পারবেন। কীভাবে?
আসলে এই গাড়ির টপ ভ্যারিয়েন্ট ‘ZXI Plus DT AMT’ কেনার ক্ষেত্রে ফাইন্যান্সের সুবিধা নিয়ে আসা হয়েছে। যেখানে আপনাকে ডাউনপেমেন্ট করতে হবে ১ লক্ষ টাকা। এরপর বাকি টাকা ১০ শতাংশ সুদের হারে মাসিক ১৯,৪১৫ টাকায় শোধ করতে হবে। সেক্ষেত্রে আপনার সময় লাগবে ৫ বছর। তবে মাসিক কিস্তির পরিমাণ বাড়িয়ে আপনি সময়সীমা চাইলে কমও করতে পারেন।
এই গাড়ির যদি কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ১.২ লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। যেখানে ৯০ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি চালিত হয় ৫ স্পীড ম্যানুয়াল এবং ৫ স্পীড অটোমেটিক গিয়ারবক্সের দ্বারা। পেট্রোল মোডে এতে মাইলেজ পাবেন ২২ কিলোমিটার প্রতি লিটার এবং সিএনজি মোডে পাওয়া যাবে ৩০.৯০ কিলোমিটার প্রতি কেজি।