ভাইরাল ভিডিও

সবুজ প্রকৃতির মাঝে সুন্দর নৃত্য পরিবেশন করলেন যুবক-যুবতী, ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

সদ্য দেবীপক্ষের সূচনা হয়েছে। রবিবার মহালয়া হয়ে গিয়েছে। চারিদিকে সাদা কাশফুলে সেজে উঠেছে প্রকৃতি। আকাশ সেজে উঠেছে সাদা মেঘে। আর এগুলিই বলে দেয় খুব শীঘ্রই দেবী দুর্গা আসতে চলেছেন মর্তে। তাই চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে প্রায়। আলোয় সেজে উঠছে চারিদিক।

বাঙালির কাছে বছরের এই কয়েকটি দিন বেশ আনন্দের। পরিবার, হাসিমজা, খাওয়াদাওয়া ও ঘোরা লেগে থাকে। এরপর একবছরের অপেক্ষা। তাই মা’কে আগমন জানাতে ত্রুটি রাখে না বাঙালি। আর এই মরশুমে অনেকেই নিজেদের ইউটিউব চ্যানেলে আগমনীর গানে নৃত্য করে সকলকে অবাক করে দেন।

কেউ নিজের ঘরে, আবার কাউকে খোলা প্রকৃতির মাঝে আবার কখনও কাউকে মঞ্চে নিজের প্রতিভার উন্মেষ ঘটাতে দেখা যায়। আর এভাবেই তাদের প্রতিভা প্রকাশ পায় ও তারা জনপ্রিয় হয়ে ওঠেন। সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়ে যাওয়ার পর অনেকেই এভাবে জনপ্রিয় হয়েছেন।

আর সেই দলে রয়েছেন পায়েল ও দ্বৈপায়ন। তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ড্যান্স উইথ পায়েল’-এ নিজেদের নাচের ভিডিও পোস্ট করেন। সম্প্রতি পায়েল ও দ্বৈপায়ন ‘জয় জয় জপ্য জয়ে’ গানে প্রকৃতির মাঝে নাচ করেছেন। চারিদিকে শরৎ-এর মেঘ ও সবুজ প্রকৃতির মাঝে তাদের নাচ সকলের মনে ছাপ ফেলেছে।

Related Articles